ভ্যাটিক্যানে পোপের প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ভ্যাটিক্যান সিটিতে পোপ ফ্রান্সিসের প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে অসুস্থ শিশুদের সুস্থতা কামনা করেছেন পোপ। এছাড়া বড়দিন উপলক্ষে রোম প্রবাসী খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশিরাও সংক্ষিপ্ত উৎসবের আয়োজন করে।
ইতালিতে এবারের বড়দিনে করোনা যেন জেঁকে বসেছিল। মাত্র দুই দিনেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে লাখের ঘর। ফলে অনেকটা সাদামাটাভাবেই উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস বিশ্বব্যাপী শান্তির আহ্বান জানানোর পাশাপাশি অসুস্থ শিশুদের সুস্থতা কামনা করেছেন।
এদিকে রোমের দর্শনীয় স্থান গুলোতে বড়দিন উপলক্ষে সাজসজ্জা করা হলেও নাগরিকদের সমাগম ছিল খুবই কম। তবে বাংলাদেশি খ্রিস্টধর্মের নাগরিকরা রোমে ছোট আকারে উৎসবের আয়োজন করে। প্রবাসীরা বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা মুক্তির প্রার্থনাও করেন।
গেল বছর করোনার কারণে বিধি নিষেধ ছিল। এবার লকডাউন বা রেডজোন না থাকলেও ওমিক্রনের আতঙ্ক এবং করোনা বৃদ্ধিতে কোথাও বড় ধরনের উৎসব চোখে পড়েনি। রোমের বাইরের শহরগুলোতেও ছিল একই অবস্থা। আগামী বড়দিন হবে করোনা মুক্ত পরিবেশে এমনটাই প্রত্যাশা ইতালিয়দের মাঝে।