সাকিবের আউট : বোলার নিজেই নিশ্চিত ছিলেন যে আউট হয়নি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৫, সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ২২ কার্তিক ১৪২৯

গতকাল অ্যাডিলেডে প্রথম ইনিংস শেষে শাদাবকে কথা বলতে দেখা যায়। তখন তিনি বলেন, 'আমার কাছে, আমাদের সবার কাছে মনে হয়েছে আউটটা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম, আউট হয়নি। সিদ্ধান্ত আম্পায়ারের, এর ওপরে কিছু বলার নেই।'

যদিও গেল বুধবার ভারত ম্যাচের পর রবিবার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও আম্পায়ারের এক সিদ্ধান্ত যায় বাংলাদেশের বিপক্ষে। সাকিব আল হাসানের আউটে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তটা রীতিমতো আলোচনার জন্মই দিয়েছে। তবে সাকিবকে আউট করা পাকিস্তানি বোলার সেই শাদাব খান জানালেন, আমাদের সবার কাছে মনে হয়েছে আউটটা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম, আউট হয়নি।

সাকিবকে আউট দেওয়ার কাজ করেছে আম্পায়ার। বোলাররা শুধু তাদের কাজ করেছে বলে জানালেন এই স্পিন অলরাউন্ডার। শাদাব বলেন, 'বোলাররা তাদের কাজ করেছে। কন্ডিশন কাজে লাগিয়ে বোলাররা বল করেছে। সাকিবের বেলায় আম্পায়ার আউট দিয়েছে, অর্থাৎ এটি আউট ছিল।'

উল্লেখ্য, শাদাব খানের বলটি ছিল মিডল স্ট্যাম্পে। বল মিস করেন সাকিব। ফিল্ডাররা আবেদন করতেই আঙুল তুলে দিলেন দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সাকিব। রিভিউতে দেখা গেলো বল লাইনে থাকলেও পায়ে আঘাত হানার ঠিক আগ মুহূর্তে ব্যাটের ছোঁয়া লেগেছিল। আল্ট্রা এজ ভিউতে স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু টিভি আম্পায়ার পরে এলবিডব্লিউ হলো কি না দেখে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। আউট দেন সাকিবকে।

Share This Article


চোট নিয়ে মাঠ ছাড়লেন গিল

বিশ্বকাপ: প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

আইয়ার-রাহুলের জোড়া সেঞ্চুরিতে ভারতের ৪১০ রানের পাহাড়

বিশ্বকাপে ব্যর্থ হলেও মোটা অঙ্কের পুরস্কার পেল বাংলাদেশ

রানে শীর্ষে ‘বিশ্রামে’ রাখা সেই মাহমুদউল্লাহ

পাকিস্তানের বিপক্ষে ৩৩৭ পুঁজি ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

সম্মিলিত প্রচেষ্টায় ‘প্রথমবার’ তিনশ পার করল বাংলাদেশ

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠালো নিউজিল্যান্ড

ইংল্যান্ডের জয়ে পয়েন্ট টেবিলে নাটকীয় পরিবর্তন

টাইম আউট হলেন ম্যাথিউস, প্রথমবার দেখল বিশ্ব ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তানজিম সাকিব