খাদ্যে ঝুঁকি এড়াতে যে পদক্ষেপ নিলো সরকার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৪, বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১৭ কার্তিক ১৪২৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য সংকটের পূর্বাভাস দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। 
জাতিসংঘ্ এক হুঁশিয়ারী বাণিতে বলেছে, এই যুদ্ধ বন্ধ না হলে বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়ে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, যা কয়েক বছর স্থায়ী হতে পারে। তাই সঙ্কট মোকাবিলায় সকল দেশের প্রতি দ্রুত প্রদক্ষেপ নিয়ে আসন্ন দুর্যোগে প্রস্তুত থাকার কথা জানায় সংস্থাটি।

ইতোমধ্যে ঝুঁকি এড়াতে নানাবিধ প্রদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে-খাদ্য উৎপাদনে জোর, আমদানি বাড়ানো ও মজুত নিশ্চিত করা ইত্যাদি।  

 

জানা যায়, দেশে চাল ও গমের উত্পাদন গত বছরের চেয়ে চলতি বছর চার লাখ টন বেশি হয়েছে। তার পরও আগাম সতর্কতা হিসেবে আরও ৯ লাখ ৩০ হাজার টন চাল এবং সাড়ে ছয় লাখ টন গম আমদানি করা হচ্ছে। উদ্দেশ্য কোনো ভাবেই যেন খাদ্যে চাপ সৃষ্টি না হয়।

এছাড়া দেশে বর্তমানে খাদ্যশস্য মজুদ আছে ১৫ লাখ ৬৪ হাজার টন। এর মধ্যে চাল আছে ১৩ লাখ ৫৫ হাজার টন এবং গম এক লাখ ৯৮ হাজার টন।

অন্যদিকে রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হবে।প্রণোদনার আওতায় বিনামূল্যে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।

Share This Article


পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!

পাহাড়ে ‘কেএনএফ’ সন্ত্রাসী গোষ্ঠী আসলে কারা?

বিশ্ব খাদ্য নিরাপত্তায় শঙ্কা: বাংলাদেশের অবস্থান কোথায়

প্রধানমন্ত্রীর মুখে গ্রামীন ফোন নিয়ে ধোঁকাবাজির গল্প!

কেমন আছে ইউনুসবিহীন গ্রামীন ব্যাংক?

ইউনূসের ক্ষুদ্র ঋণের ‘সাপ্তাহিক কিস্তি’ চক্র যখন ফাঁদ

ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের স্বারক পুরস্কারকে কেন ইউনেস্কোর বলে চালালেন ইউনুস?

গ্রেফতার হবার আগেই যেভাবে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু

ইউনূসের বিরুদ্ধে যত মামলা: কারা, কবে,কেন করেছে

ইউনূসের সমঝোতার প্রস্তাবে কেন সাড়া দেয়নি সরকার

জ্বালানীর চাপ কমাতে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা!

মিথ্যের জালে ইউনূসের ভুলে যাওয়া অসৎ অধ্যায়!