হাসপাতালে সালমান

মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে বড়দিনের উৎসব মুখর পরিবেশে আসন্ন জন্মদিনের আমেজে সময় ভালোই কাটছিলো বলিউডের ভাইজানের। তবে এতে বাধ সাধল সাপ।
ঠিক জন্মদিনের দিনের আগের দিনটিতেই ঘটলো এই দুর্ঘটনা। বড়দিনের রাতে খামারবাড়ির বাগানে বন্ধু বান্ধবের আড্ডার আসরে হঠাৎই সালমান খানের হাতে ছোবল দেয় সাপ।
দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় নবী মুম্বাইয়ের এক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ঘরে ফিরেছেন তিনি। বর্তমানে সালমান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে সাপটি বিষধর ছিলো না এটিও নিশ্চিত করেছে তারা।
২৭ ডিসেম্বর অভিনেতার ৫৬ তম জন্মদিন উপলক্ষে পরিবার পরিজন নিয়ে পানভেলের খামারবাড়িতে অবস্থান করছিলেন তিনি। গতবছরও এখানেই উদযাপন করেছেন তার জীবনের বিশেষ দিনটি। তবে এবারে এমন অপ্রীতিকর ঘটনায় জন্মদিনের আনন্দ অনুষ্ঠান অনেকটাই ভাটা পড়ে যাবে বলে আশঙ্কা অনুরাগীদের।