জাদুঘরের কর্মী রোবট

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:২৪, সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১ কার্তিক ১৪২৯

মানুষ নয়, তবে মানুষের আদলে বানানো এক রোবট জাদুঘরকর্মী হিসেবে কাজ করছে। সেই রোবটকর্মীটি জাদুঘরে আসা দর্শনার্থীদের স্বাগত জানায়, পথ দেখিয়ে দেয়, এমনকি কয়েকটি ভাষায় কথাও বলে। আমেকা নামে এই রোবটটি অনেক কাজ করলেও সে চলতে-ফিরতে পারে না। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত দ্য মিউজিয়াম অব ফিউচার সম্প্রতি আমেকাকে জাদুঘরকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে।

রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, আমেকা যাতে চলাচল করতে পারে, এমন প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করছে তারা। পাঁচদিন আগে জাদুঘরের ফেসবুক ও টুইটার পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়। 

ওই ভিডিওচিত্রে দেখা যায়, ওই জাদুঘরের আয়া নামে এক কর্মীর সঙ্গে কথা বলছে রোবট আমেকা। ভিডিওটি পোস্ট করে জাদুঘর কর্তৃপক্ষ লিখেছে- আমেকা মানুষের মতো দেখতে যেসব রোবট বিশ্বে আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত। জাদুঘরের ওই কর্মীর সঙ্গে আমিরাতের ভাষায় কথা বলতে শোনা যায় রোবট আমেকাকে।

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিওটিতে প্রতিক্রিয়া এসেছে দেড় হাজারের বেশি। একজন লিখেছেন- প্রযুক্তিগত উদ্ভাবন যে কত দ্রুত অগ্রসর হচ্ছে, তা বোঝার জন্য এই ভিডিও যথেষ্ট। আমি ভাবছি, আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে মানুষ কোথায় গিয়ে পৌঁছবে।

বিষয়ঃ আবিষ্কার

Share This Article