হিসাব করে জীবন চলে না তবু করতে হয়: ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক:
ঢালিউডের সফল নায়ক ইলিয়াস কাঞ্চন। অভিনয়ে অনিয়মিত, তবু দর্শক হৃদয়ে এখনো জ্বলজ্বল করছেন এ অভিনেতা। বর্তমানে ব্যস্ত নিরাপদ সড়ক চাই নামে একটি সংগঠন নিয়ে। আজ তার জন্মদিন। দিনটি উদযাপন, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* সিনেমায় পাঁচ দশকের ক্যারিয়ার আপনার। প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করেছেন কখনো?
** হিসাব করে জীবন চলে না। তবু করতে হয়। সিনেমা থেকে অনেক পেয়েছি। অপ্রাপ্তির হিসাব করি না। জীবন পাওয়া এবং না পাওয়া নিয়েই চলে। আমি খুব ভালো আছি। ভালো থেকেই পৃথিবী থেকে যেতে চাই।
* রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদক পেয়েছেন সংগঠক হিসাবে। কিন্তু ইলিয়াস কাঞ্চন হয়েছেন সিনেমা দিয়ে। এ হিসাবটা কেমন?
** পরিচিতি, খ্যাতি, যশ যা পেয়েছি সব সিনেমা থেকে। তারপর আমি সংগঠন করি। প্রাপ্তিকে আলাদা করে দেখি না। স্বীকৃতি পাওয়ার জন্য কখনো কাজ করি না। কাজ করি মানুষের জন্য। আমি চাই আমার মতো আরও অনেক ইলিয়াস কাঞ্চন আসুক। মানুষের জন্য কাজ করুক।
* আজ আপনার জন্মদিন। দিনটি কীভাবে পালন করবেন?
** আমি কখনো জন্মদিন পালন করি না। প্রতিদিনই বেঁচে আছি। যেন সুস্থ থাকি সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া।
* সিনেমায় অভিনয়ের খবর কী?
** অনেকদিন পর ‘নেত্রী : দ্য লিডার’ ও ‘ফিরে দেখা’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছি। দুটিতেই ভিন্নতা আছে। আগামী মার্চে ‘ফিরে দেখা’ মুক্তি পাবে বলে শুনেছি। আর ‘নেত্রী : দ্য লিডার’ কবে মুক্তি পাবে এখনো জানি না। এ ছাড়া নাটকেও অভিনয় করি মাঝে মাঝে।
* ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সফল নায়ক আপনি। কিন্তু আপনার হাতকে আরও শক্তিশালী করতে সিনেমার অন্য কাউকে দেখা যায় না...
** আসে না এটা বলব না। আমাকে নিয়ে যখন ব্যঙ্গ করা হলো, পোস্টার প্ল্যাকার্ডে যখন ট্রল করা হয়েছিল তখন সিনেমার সবাই এসেছে, প্রতিবাদ করেছে। অনেকেই যোগাযোগ করেন। আমারও খবর নেন।
* আপনার অনুপস্থিতিতে এ সংগঠনের মূল দায়িত্বে কে থাকবেন?
** আমার ছেলে। ইতোমধ্যে তাকে আমি সব বুঝিয়ে দিয়েছি। বর্তমানে আমি যা কিছু করি ছেলের সঙ্গে পরামর্শ করেই করি। ও আমার চেয়ে ভালো করবে এ সংগঠনে। সবার কাছে দোয়া চাই।