অভিষেকেই হ্যাটট্রিক ফারিহা তৃষার

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ২১ আশ্বিন ১৪২৯
ফারিহা তৃষা
ফারিহা তৃষা

এবারের মেয়েদের এশিয়া কাপ প্রথম হ্যাটট্রিকের দেখা মিলল। সৌভাগ্যবতী বোলার হলেন বাংলাদেশের ফারিহা তৃষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশের বাঘিনীরা।

 

সে ম্যাচে দুর্দান্ত এই কীর্তি গড়েছেন ফারিহা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকেই এমন কীর্তি গড়লেন তিনি। ওয়ানডেতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন ফারিহা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৩০ রানের তাড়ায় ফারিহার তোপে ধরাশায়ী হয়েছে মালয়েশিয়ান ব্যাটাররা।

ইনিংসের ৬ষ্ঠ ও নিজের তৃতীয় ওভারে গিয়ে টানা ৩ উইকেট শিকার করেছেন ফারিহা তৃষা।  

ওভারে দ্বিতীয় বলে ফারিহা বোল্ড করেন উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে, পরের বলে এলবিডব্লিউ ম্যাস এলিসা। তার পরের বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা।  ওই ওভারে মাত্র ১ রান দেন এ বাঁহাতি পেসার।

নিজের প্রথম দুই ওভারে ৬ রান দিয়েছেন ফারিহা। ৪ ওভারে তার বোলিং ফিগার (৪-০-১২-১৩)। যা তার ক্যারিয়ারসেরা।

এর আগে ৩৫ রান দিয়ে ৩ উইকেট ছিল তার ক্যারিয়ারসেরা বোলিং।

ফারিহার বিধ্বংসী বোলিংয়ে পরাজয় অনেকটা নিশ্চিত মালয়েশিয়ার।

বাংলাদেশের করা ১২৯ রানের জবাবে স্কোরবোর্ডে ২৯ রান তুললেই ৫ উইকেটে হাওয়া দলটির।

Share This Article