`সংকট মোকাবেলায় আমদানি কমানো সমাধান নয়’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:০৬, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১৯ আশ্বিন ১৪২৯
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম
  • পোশাকের প্রায় ৫০-৬০ শতাংশ কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়, যে কারণে এর সুবিধা পুরোপুরি বাংলাদেশ গ্রহণ করতে পারছে না
  • বাংলাদেশকে এমন একটি ব্রান্ড তৈরি করতে হবে, যে পণ্যের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয় না

বৈশ্বিক সংকটের কারণে বিশ্বব্যাপী ডলারের সংকট তৈরি হয়েছে। শুধু বাংলাদেশ নাই, এর চেয়েও অনেক বেশি দর বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দেশে। ফলে আমরাও এতে কিছুটা চাপে আছি। তবে এক্ষেত্রে আমদানি কমিয়ে চাপ সামাল দেওয়া স্থায়ী সমাধান নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিদায়ী সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বৈশ্বিক এই চাপ সামাল দিতে বাংলাদেশকে রপ্তানি বৃদ্ধিতে জোর দিতে হবে। সেক্ষেত্রে বিশ্ব বাজারে বাংলাদেশকে ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার কোন বিকল্প নেই। সে জন্য তৈরি পোশাকের পাশাপাশি অন্য পণ্য রপ্তানিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। কিন্তু পোশাকের প্রায় ৫০-৬০ শতাংশ কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়। যে কারণে এর সুবিধা পুরোপুরি বাংলাদেশ গ্রহণ করতে পারছে না। এজন্য বাংলাদেশকে এমন একটি ব্রান্ড তৈরি করতে হবে, যে পণ্যের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয় না। সেটা চামড়া শিল্পও হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের রেমিট্যান্স কিছুটা কমছে। পাশাপাশি রপ্তানি আয়ের পরিমাণও কমছে। এতে রিজার্ভে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে এই চাপ থাকবে না, কারণ রেমিট্যান্স ও রপ্তানি আয় দুটোই বাড়বে।

Share This Article


দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে সাহায্য করবে ব্রাজিল

এবার একীভূত হচ্ছে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক

ঈদের আগে আরেক দফা বাড়লো সোনার দাম

বৃদ্ধির পথে রিজার্ভ: বাড়ল ৫১ কোটি ডলার!

ঈদ ঘিরে জমজমাট ভৈরবের জুতাশিল্প, ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!

ঈদে যেসব জায়গায় পাওয়া যাচ্ছে নতুন নোট

কমলো এলপি গ্যাসের দাম

এডিবির কাছে আরও বাজেট সহায়তা চায় বাংলাদেশ

ব্যাংক একীভূতকরণে আরও সতর্ক থাকা দরকার: বিশ্বব্যাংক

প্রবৃদ্ধি অর্জনে ভারতের পরের অবস্থানে থাকবে বাংলাদেশ: বিশ্বব্যাংক

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা বুধবার