লিজেন্ডস লিগ ক্রিকেটে মুখোমুখি ইউসুফ পাঠান-মিচেল জনসন!

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১৮ আশ্বিন ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো
  • লিজেন্ডস লিগ ক্রিকেটের কোয়ালিফায়ার ম্যাচে ঘটল বির্তকিত ঘটনা
  • ভারতীয় সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠানকে ধাক্কা দেন ইন্ডিয়া ক্যাপিটালসের পেসার মিচেল জনসন

লিজেন্ডস লিগ ক্রিকেটের কোয়ালিফায়ার ম্যাচে ঘটল বির্তকিত ঘটনা। রোববার ভারতের জয়পুরে ভিলওয়ারা কিংসের বিপক্ষে মাঠে নামে ইন্ডিয়া ক্যাপিটালস। ম্যাচে ভারতীয় সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠানকে ধাক্কা দেন ইন্ডিয়া ক্যাপিটালসের পেসার মিচেল জনসন।  ঘটনার ভিডিও ক্লিপ এখন ভাইরাল।

তাতে দেখা গেছে, ব্যাট করছিলেন পাঠান। এ সময় জনসন কিছু একটা বললে তেড়ে আসেন পাঠান।  কি বলতে চাচ্ছেন, তা জনসনকে স্পষ্ট করতে বলেন।  এতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুজনে।  এক পর্যায়ে সাবেক অসি তারকা পাঠানকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেন। এরপরই আম্পায়ারদের হস্তক্ষেপে দুজনের সেই তর্কযুদ্ধ থামে।  তারা আলাদা হয়ে যার যার দায়িত্বে চলে যান।

আইএএনএস-এর এক প্রতিবেদন বলছে, আয়োজকরা এই কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন।  পাঠানের গায়ে হাত দেওয়ার জন্য আইসিসি আইন অনুসারে জনসনকে একটি ম্যাচের জন্য নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন তারা।

জনসনের উপর নিষেধাজ্ঞা জারি হলে ফাইনালে খেলতে পারবেন না তিনি।

মাচে ২৪ বলে ৪৮ রান করেন পাঠান। তাকে আউট করেন জনসনই।   জনসন ৪ ওভারে ৫১ রান দিয়ে দুই উইকেট নেন ম্যাচে।

প্রথমে ব্যাট করে ২২৬ রান তোলে তাড়া করতে নেমে ভিলওয়ারা কিংস।  ২২৭ রান তাড়ায় তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইন্ডিয়া ক্যাপিটালস।  ৪ উইকেটে জিতে যান জনসনরা।

Share This Article