বাংলাদেশ আর্থিকভাবে স্থিতিশীল দেশ:ফিচ রেটিং

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪৬, সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১৮ আশ্বিন ১৪২৯

অর্থনৈতিক প্রতিবেদক : বিশ্ব অর্থনীতির ধীর গতি আর দেশের ভেতরে মূল্যস্ফীতির চাপ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনার প্রশংসা করেছে আন্তর্জাতিক ঋণ মান সংস্থা 'ফিচ রেটিং'।

দক্ষিণ এশিয়ায় অন্য দেশগুলো থেকে বাংলাদেশকে আর্থিকভাবে স্থিতিশীল আখ্যা দিয়েছে নিউ ইয়র্কভিত্তিক আর্থিক রেটিং সংস্থাটি।

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সংস্থাটি সম্প্রতি জানায়, বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ এখনও পরিশোধ সক্ষমতার মধ্যেই রয়েছে।

মহামারীর ধাক্কার পর ইউক্রেইন যুদ্ধের প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ, যে সংকটের কারণে দেশে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে।

তবে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে বিদেশি মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ফিচ।

অন্যদিকে দক্ষিণ এশিয়ায় অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকায় এর  ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় শিক্ষাবিদ ও গবেষক দীনেশ কে ভয়োরা। ফিচ রেটিং প্রকাশের পর এক টক শোতে বাংলাদেশের প্রশংসা করেন তিনি।  

তিনি বলেন,অর্থনীতির সব সূচকেই আশপাশের দেশ থেকে ভালো করছে বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ  বিশ্বকে ভোগাচ্ছে। তখন অর্থনীতির সূচকে বাংলাদেশের ভালো অবস্থান আশা জাগানিয়া খবর।

এ খবর বাংলাদেশের অর্থনীতিকে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন ভারতীয় গবেষক দনেশ কে ভায়োরা।

Share This Article