অভিনেতা রনিকে নিয়ে ‘সুখবর’ দিলেন চিকিৎসক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩২, রবিবার, ২ অক্টোবর, ২০২২, ১৭ আশ্বিন ১৪২৯

বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী সপ্তাহের শুরুতেই তিনি বাসায় ফিরতে পারবেন।

 

আজ রোববার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‌‘রনির শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। খাওয়া-দাওয়া, কথা বলা ও চলাফেরা করতে পারছেন স্বাভাবিকভাবে। আগামী সপ্তাহের শনি বা রোববার তাকে ছুটি দিয়ে দেবো।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন আবু হেনা রনিসহ পাঁচজন। দগ্ধ অন্য চারজন হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিষয়ঃ দুর্ঘটনা

Share This Article