বিশ্বখ্যাত লন্ডন টি এক্সচেঞ্জ কিনবে বাংলাদেশের চা!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৭, শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১৬ আশ্বিন ১৪২৯

বাংলাদেশ থেকে চা কিনবে বিশ্বখ্যাত চা বিপণন প্রতিষ্ঠান 'লন্ডন টি এক্সচেঞ্জ'। চলতি মাসেই তারা বাংলাদেশ চা বোর্ডের মাধ্যমে শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট থেকে পরীক্ষামূলক ২ হাজার কেজি অর্থডক্স ব্ল্যাক টি কিনবে।

 

জানা যায়, লন্ডন টি এক্সচেঞ্জ কর্তৃপক্ষ গত সেপ্টেম্বর মাসে দেশে এসে টি বোর্ড, প্রকল্প উন্নয়ন ইউনিট ও বিভিন্ন চা বাগান পরিদর্শন করেন। পরে প্রতিষ্ঠানটি বাংলাদেশ চা বোর্ডকে চিঠি দিয়ে তাদের আগ্রহের কথা জানান।

১৬৬৯ সালে প্রতিষ্ঠা লাভের পর লন্ডন টি এক্সচেঞ্জ বিশ্বের ৪৩টি দেশে সুনামের সাথে চায়ের ব্যবসা করছে। ‘দ্য গোল্ডেন বেঙ্গল টি’ (সোনার বাংলা) নামে চলতি বছর আরও একটি নতুন চা বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ চা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশ থেকে চা কিনলে বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশের চা শিল্প অর্থনৈতিকভাবে উন্নতি হবে। এতে নতুন দিগন্তের সূচনা হবে চা শিল্পে ।

Share This Article