ইরানে থানায় সন্ত্রাসী হামলায় কর্নেলসহ ১৯ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪৩, শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১৬ আশ্বিন ১৪২৯

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরের একটি থানায় সন্ত্রাসী হামলায় ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক গোয়েন্দা কমান্ডারও রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। 

নিহত ওই কমান্ডারের নাম আলী মুসাভি। তিনি সিস্তান-বালুচিস্তান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা কমান্ডার ছিলেন।

হামলার পর একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নগরীর মাক্কি মসজিদের কাছে দাঁড়িয়ে গুলিবর্ষণ শুরু করে। এ ঘটনার পর আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এ সময় আইআরজিসির কমান্ডার আলী মুসাভির বুকে গুলি লাগে এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

ওই প্রদেশের গভর্নর হোসেইন মোদাররেস খিয়াবানি বলেন, জাহেদানের থানায় শুক্রবারের সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্যসহ ১৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসী ও বিপ্লব-বিরোধী গোষ্ঠীগুলোর সন্ত্রাসীরা থানায় পাথর মেরে হামলা শুরু করে এবং পরে গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি, ফায়ার সার্ভিসের একটি অফিস, একটি ব্যাংকসহ জাহেদান শহরের আরও কয়েকটি স্থানে হামলা চালাতে উদ্যত হয়।  কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা সময়মতো পদক্ষেপ নেওয়ার কারণে সেসব হামলা ব্যর্থ হয়।

এ হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লব-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ আল-জুলুম।

Share This Article


ইসরাইলি গণহত্যা নিয়ে প্রতিবেদন করে হুমকির মুখে জাতিসংঘ কর্মকর্তা

গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যে ক্ষুব্ধ ভারত

বাল্টিমোর সেতুধসের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

গাজাবাসীকে সমর্থনে কখনও ইতস্তত বোধ করবে না ইরান: আয়াতুল্লাহ

প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব

গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ‘অনেক বেশি’: যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরও গাজায় হামলা, নিহত ৮১

বাংলাদেশের অংশীদার হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাল্টিমোর সেতু দুর্ঘটনাকে ভয়াবহ বললেন বাইডেন

বাইডেন-নেতানিয়াহু বন্ধুত্বে ফাটল

২ কোটি টাকায় মহাকাশ ভ্রমণের সুযোগ সৌদি নাগরিকদের