রাজধানীতে হাঁসের ডিমের ডাবল সেঞ্চুরি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩০, শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১৬ আশ্বিন ১৪২৯

রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে হাঁস ও মুরগির ডিমের দাম। প্রতি ডজন মুরগির ডিম (লাল) বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হাঁসের ডিমের দাম ২১০ টাকা। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এ চিত্র দেখা গেছে।

ডিমের দাম আবারো বাড়ার কারণ জানতে চাইলে ডিম বিক্রেতা আনোয়ার আলী বলেন, 'আমাদের বেশি দামে ডিম কিনতে হয়েছে তাই দাম বাড়াতে হয়েছে।' ডিমের সরবরাহ কম কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

যাত্রাবাড়ী বাজারে গত ডিম কিনছিলেন বেসরকারি চাকরিজীবী মামুন খান। তিনি জানান, 'গত সপ্তাহে ১৯০ টাকা দিয়ে ১ ডজন হাঁসের ডিম কিনেছি। আজকে ২১০ টাকায় কিনলাম। এক সপ্তাহের ব্যবধানে কী কারণে দাম বাড়লো তা জানতে চাইলে বিক্রেতা বলে, নিলে নেন, না নিলে চলে যান। বাধ্য হয়ে কিনলাম। কারণ জিনিসপত্রের দাম বাড়ার কারণে এখন আর তেমনভাবে মাছ, মাংস খেতে পারি না। ডিম দিয়েই চলতে হয়।'

বিষয়ঃ বাজার

Share This Article