টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৯, শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১৬ আশ্বিন ১৪২৯

স্পোর্টস ডেস্ক : সাত জাতি এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ডের অধিনায়ক।

 এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা ফিল্ডিংয়ে নেমে থাইল্যান্ডকে স্বল্প রানে গুটিয়ে দিতে মরিয়া। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়েছিল দিগার সুলতানা জ্যোতি বাহিনী। টি-টোয়েন্টি র‍্যাংকিং এ বাংলাদেশের মেয়েরা রয়েছে নবম স্থানে। অন্যদিকে থাইল্যান্ড রয়েছে এগারো তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে ব্যবধান বেশি না হলেও। লাল সবুজের প্রতিনিধিরা থাইল্যান্ডের বিপক্ষে গত পাঁচ ম্যাচে জিতেছে। এই পাঁচ ম্যাচের জয় গুলো হচ্ছে যথাক্রমে ১১ রানে, ৭০ রানে, ৩ উইকেটে, ৬ উইকেটে এবং ৯ উইকেটে। শক্তির বিচারে বাংলাদেশের মেয়েরা এগিয়ে। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন লিগার সুলতানা জ্যোতি বাহিনী। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। ২০১৮ সালে মালয়েশিয়ার অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। করোনার কারণে দুই বার এশিয়া কাপ পিছিয়ে এবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১ অক্টোবর) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়। গাজী টিভি ও স্টার স্পোর্টস এশিয়া কাপের ম্যাচগুলো সিলেট থেকে সরাসরি সম্প্রচার করবে।

 

 

Share This Article