নারী এশিয়া কাপ ক্রিকেট, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৩০, শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১৬ আশ্বিন ১৪২৯

শনিবার (১ অক্টোবর) মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই গড়াবে বাংলাদেশের মাটিতে। সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং থাইল্যান্ডের নারীরা।

এদিন থাইল্যান্ডের কাছে টসে হেরে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ দল। দলের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।

এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। থাই নারীদের বিপক্ষে সেই শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা শুরু হবে।

এবারের আসরটি সম্পূর্ণ রুপে আয়োজিত হচ্ছে বাংলাদেশের সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এবারের টুর্নামেন্টটি ঘিরে বড় সুখবর পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article