ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩০, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১৩ আশ্বিন ১৪২৯

নিউজ ডেস্ক : খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় শাহ আলম (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আবু তাহের।

 সাজাপ্রাপ্ত আসামি জেলার মাটিরাঙা উপজেলার রমিজ কেরানিপাড়া এলাকার মৃত নূর আহম্মেদের ছেলে।

একই মামলায় ভিকটিমকে মারধর করার অভিযোগে তৎকালীণ মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার নুরুল ইসলাম পিসিকে এক বছরের কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড করা হয়। নুরুল ইসলাম পিসি মাটিরাঙা উপজেলার আদর্শ গ্রাম এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় রায় ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, এক তরুণীকে জোর করে ধর্ষণ ও মারধরের অভিযোগে ২০১৩ সালের ১২ অক্টোবর মাটিরাঙা থানায় মামলা করে ভিকটিমের পিতা। পরে অভিযোগ গঠন হলে ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে বিষয়টি শতভাগ প্রমাণিত হওয়ায় দু'জনকে সাজা দিয়েছেন আদালত।

তবে আসামিপক্ষের আইনজীবী আরিফ উদ্দিন বলেন, আমার মক্কেলরা ন্যায়বিচার পাননি। রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট এবং এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।  

বিষয়ঃ ধর্ষণ

Share This Article