ভিকি-ক্যাটরিনার বিয়েতে দাওয়াত না পাওয়ায় যা বললেন করণ

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৩, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১৩ আশ্বিন ১৪২৯
ক্যাট-ভিকি ও করণ
ক্যাট-ভিকি ও করণ
  • 'কফি উইথ করণ'-ই প্রথম ভিকির প্রতি ভালোলাগার কথা জানিয়েছিলেন ক্যাটরিনা
  • এ জন্য স্বঘোষিত ঘটকের কাজটা দায়িত্ব নিয়ে করে ফেলেছিলেন সঞ্চালক করণ
  • ক্যাটরিনার সেই বার্তা ভিকির কাছে পৌঁছে দিয়েও বিয়েতে দাওয়াত পাননি তিনি।

প্রযোজক ও পরিচালক করণ জোহরের সঙ্গে বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। করণের উপস্থাপনায় অনেক প্রোগ্রামে অতিথি হয়েছেন নায়িকা। করণের অনুষ্ঠানে এসেই ভিকির প্রতি ভালো লাগার কথা জানিয়েছিলেন ক্যাট।

সেই বন্ধুর বিয়েতে দাওয়াত পাননি করণ জোহর। এটি রীতিমতো লজ্জায় ফেলেছিল তাকে। ক্যাট-ভিকির বিয়ের প্রায় ১০ মাস পর সেই কথাই সামনে আনলেন করণ।

'কফি উইথ করণ'-এই প্রথম ভিকির প্রতি ভালোলাগার কথা জানিয়েছিলেন ক্যাটরিনা। এর পরেই স্বঘোষিত ঘটকের কাজটা দায়িত্ব নিয়ে করে ফেলেছিলেন সঞ্চালক করণ। ক্যাটরিনার সেই বার্তা করণই পৌঁছে দিয়েছিলেন ভিকির কাছে। অথচ এই ঘটকই তাদের বিয়েতে দাওয়াত পাননি।

রাজস্থানের বিলাসবহুল হোটেলে কড়া নিরাপত্তার ঘেরাটোপে গত বছরের ডিসেম্বরে সাত পাক ঘোরেন ভিকি-ক্যাটরিনা। তাদের বিয়েতে একাধিক বলিউড তারকা উপস্থিত থাকলেও ডাক পাননি করণ।

এ বিষয়ে তিনি বলেন, 'ভিকি-ক্যাটরিনার যখন বিয়ে হল, আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম। অনেকে ভেবেছিলেন, আমি বিয়েতে নিমন্ত্রিত ছিলাম। তবু তাদের ভিকি-ক্যাটরিনার ব্যাপারে কিছু বলিনি। আমি যে নিমন্ত্রিত ছিলাম না, সেটা বলতে খুব লজ্জা লাগছিল।'

অতিথি তালিকায় নাম না থাকায় একাধিক প্রশ্নের মুখে পড়েন করণ। এ বিষয়ে তিনি বলেন, 'এর পর আমাকে সবাই সহানুভূতি জানাতে শুরু করে। কেউ কেউ আবার সন্দেহও করছিল। জানতে চাইছিল, কেন আমি নিমন্ত্রিত ছিলাম না, আমাদের সম্পর্ক ঠিক আছে কি না।'

আরও যোগ করেন করণ। বলেন, 'অনুরাগ কশ্যপও নিমন্ত্রিত ছিলেন না দেখে একটু শান্তি পেয়েছিলাম।'

দুই বন্ধুর প্রতি যদিও কোনো তিক্ততা নেই করণের। 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজনে তার অতিথি হয়ে আসেন দুই তারকা।

বিষয়ঃ তারকা ভারত

Share This Article


সাহিত্য চর্চার আড়ালে নিষিদ্ধ পর্নগ্রাফির কারিগর টিপু কিবরিয়া

বিএনপির ৫ নেতা বহিষ্কার

জাপায় হুটহাট বহিষ্কার-অব্যাহতির ধারা বাতিল: রওশন

সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬

‘অনাহারে’দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার: জাতিসংঘ

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চান হাইকোর্ট

সার্বিক সংস্কারের ঘোষণা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত