মাঠেই রক্ত ঝরল রোনালদোর

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:২০, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২ আশ্বিন ১৪২৯
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো
  • প্রতিপক্ষ গোলকিপার টমাস ভাকলিকের সঙ্গে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন পর্তুগিজ তারকা
  • তার নাক ফেটে অঝোরধারায় ঝরতে থাকে রক্ত

মাঠেই রক্ত ঝরল ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রতিপক্ষ গোলকিপার টমাস ভাকলিকের সঙ্গে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন পর্তুগিজ তারকা। তার নাক ফেটে অঝোরধারায় ঝরতে থাকে রক্ত।

শনিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে এমন অবস্থা হয় পর্তুগালের জার্সিতে খেলতে নামা ক্রিশ্চিয়ানো রোনালদের।

তবে রক্ত ঝরলেও মাঠ ছাড়েননি এই সুপারস্টার। দলের (৪-০) গোলে জয় নিশ্চিত করেই ড্রেসিংরুমে ফিরেন তিনি।

সেই ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয়ের সুবাদে টুর্নামেন্টের প্লে অফে যোগ্যতা অর্জনের পথে একধাপ এগিয়ে গেল পর্তুগাল।


ম্যাচের ১২ মিনিটের মধ্যেই আহত হন রোনালদো। উড়ে আসা বল রিচ করতে গিয়ে লাফিয়েছিলেন তিনি। অন্যদিকে চেকপ্রজাতন্ত্রের গোলরক্ষক বল নিরাপদে রাখার তাড়নায় রোনালদোর সঙ্গে ভয়ংকর ধাক্কায় জড়িয়ে পড়েন।

দুইজনের এ সংঘর্ষের পরই রোনালদোর মুখ থেকে ঝরঝর করে রক্ত বেরোতে দেখা যায়।  ইনজুরি উপেক্ষা করেও ম্যাচে দারুণ পারফরম্যান্স করে যান রোনালদো।

সেই ম্যাচে রোনালদো ব্যক্তিতগতভাবে কোনো গোল করতে না পারলেও সতীর্থকে দিয়ে জোড়া গোল করান।

বিষয়ঃ ফিফা

Share This Article