বিদ্যুতের সকল সমস্যা সমাধানে আসছে ‘স্মার্ট গ্রিড ব্যবস্থা’!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৭, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২ আশ্বিন ১৪২৯

লো-ভোল্টেজ, গ্রিড বিপর্যয়, ম্যানুয়াল ন্যাশনাল লোডডেসপাস সেন্টার (এনএলডিসি), ভুতুড়ে বিল, বকেয়া বিল ও বিদ্যুৎ চুরিসহ নানা জটিলতায় ঘুরপাক খাচ্ছে দেশের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণব্যবস্থা।

 

এসব সমস্যা সমাধানে স্মার্ট গ্রিড ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে সরকার। এটি যুক্ত হওয়ার ফলে বিদ্যুৎ ব্যবস্থাপনায় আধুনিকায়ন হওয়ার পাশাপাশি থাকবে না কোনও ধরনের সমস্যা। এমনকি বিদ্যুৎ বিলও হবে অনলাইনে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের ‘ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ)’ ও ‘বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি)’ স্মার্ট গ্রিড বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে সারাদেশে কাজ করবে।’

বিশেষজ্ঞরা বলছেন, ‘স্মার্ট গ্রিড ব্যবস্থাপনায় কোনো গ্রাহক একটি লাইটও বন্ধ কিংবা চালু করলে সেটা সরাসরি গ্রিডে প্রভাব ফেলবে। প্রতি সেকেন্ডে রিয়েল টাইম বিদ্যুতের চাহিদা এবং সরবরাহব্যবস্থা মনিটরিং করা সম্ভব হবে।’

এছাড়া এলাকাভিত্তিক বিদ্যুতের চাহিদা ও ব্যবহার বিশ্লেষণ করা যাবে। মনিটরিং সেন্টার থেকে অনলাইনে বিদ্যুৎকেন্দ্র চালু বা বন্ধ করা যাবে। সাইবার সিকিউরিটি ব্যবস্থা গড়ে উঠবে।  ‘নন টেকনিক্যাল’ লোকসান বন্ধ হয়ে যাবে।

বিষয়ঃ উন্নয়ন

Share This Article