সুইডেনের ক্লাবে ডাক পেলেন সাফজয়ী আঁখি খাতুন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৫, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২ আশ্বিন ১৪২৯

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ফুটবলার ইউরোপিয়ান ফুটবল ক্লাবে খেলতে যাচ্ছেন। সুইডেনের একটি ফুটবল ক্লাবে ডাক পেয়েছেন সদ্য সাফ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য আঁখি খাতুন।

 

সাফে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী দলে রক্ষণ সামলেছেন আঁখি। পুরো টুর্নামেন্টে সাবিনারা মাত্র একটি গোল হজম করেছেন। বাংলাদেশের গোলবার অক্ষত রাখার পেছনে ভূমিকা ছিল ডিফেন্ডার আঁখিরও। আসরে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে সুইডেনে খেলার প্রস্তাব পেলেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্র জানায়, সুইডেনের একটি ফুটবল ক্লাবে ডাক পেয়েছেন আঁখি খাতুন। বল প্লেয়িং এই সেন্টার ব্যাককে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে চেয়েছে তারা। এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে সুইডেনের ক্লাবটিতে যোগ দিতে পারেন আঁখি।

এদিকে বাফুফে সূত্রের খবর, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি শুধু আঁখি খাতুনই নয়, কৃষ্ণা রানী এবং সানজিদা আকতারকে বিদেশি ক্লাবে খেলাতে চেষ্টা করছেন।

বিষয়ঃ তারকা

Share This Article