বিপিএলে দেশি ক্রিকেটাররা সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ৮০ লাখ টাকা

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩১, সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১১ আশ্বিন ১৪২৯

আসছে বছরের জানুয়ারি মাসে মাঠে গড়াবে নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে পারিশ্রমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টে দেশি খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ লাখ টাকা আর বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার। ক্রিকফ্রেঞ্জি

বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, এবারের বিপিএলে থাকছে না কোন আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে ফ্রাঞ্চইজিগুলো।

খেলোয়াড়দেরকে ভাগ করা হয়েছে এ, বি, সি, ডি, ই, এফ ও জি ক্যাটাগরিতে যাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮০ লাখ, ৫০ লাখ, ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ টাকা।

বিষয়ঃ বিপিএল

Share This Article