ফেরদৌস ওয়াহিদের সুরে ন্যান্সি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪২, শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৯ আশ্বিন ১৪২৯

বাংলাদেশ লাং ফাউন্ডেশনের (বিএলএফ) জন্য একটি থিম সং নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যানসি। আগামী ২৫ শে সেপ্টম্বর এটি প্রকাশ হবে। এ গানটির মধ্য দিয়ে প্রায় দশ বছর পর তারা আবারও একই গানে কন্ঠ দিয়েছেন।

 

‘নির্মল নিশ্বাসে, অনাবিল আশ্বাসে, প্রাণময় সুস্থ জীবন/ এই ব্রত বুকে নিয়ে, অবিরত পথ চলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন’ এমন কথার গানটির সুর ও সংগীতও পরিচালনা করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। এটি লিখেছেন ডা. কাজী বেন্নূর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. শাকুর।

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গানটির কাজ কেমন হয়েছে তা হয়তো শ্রোতারা বলবেন। তবে লাং ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অতুলনীয়। তাদের উদ্যোগে নিজেকে শামিল করতে পেরে ভালো লাগছে। মাঝে অনেকদিন অসূস্থ ছিলাম। তাই গান থেকে কিছুটা দূরে থাকতে হয়েছে। এখন আগের তুলনায় ভালো আছি। নতুন কিছু কাজেরও পরিকল্পনা করছি। এ গানের মধ্য দিয়ে শ্রোতারাও আমার ও ন্যানসির নতুন গানর পাবে।’

বিষয়ঃ তারকা

Share This Article