১ জানুয়ারি হবে নতুন বই বিতরণ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫৭, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৮ পৌষ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে গত বছরের মত এ বছরও হচ্ছে না বই উৎসব।

তবে এবার শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।

ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের বই দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে।

২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের ৪ কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হবে।

এর মধ্যে প্রাথমিকের মোট বই প্রায় ১০ কোটি আর মাধ্যমিকের ২৪ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ২০২টি।

১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইল এলাকায় মৌসুমী প্রেস পরিদর্শন করে শিক্ষামন্ত্রী এমন কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রাথমিকের প্রায় সকল বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে, বাকি ১৭ কোটি বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সকল বই বাঁধাই কাজ শেষ হবে। বাঁধাই কাজ শেষ হওয়ার পর স্কুল পর্যায়ে তা পাঠিয়ে দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রী বলেন, আমরা চাই বইয়ের মান ঠিক থাকুক। যদি আমরা জানতে পারি কেউ বইয়ের মান খারাপ করেছে সেটি চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পাঠ্যপুস্তকের মান ঠিক আছে কিনা সেটি নিশ্চিত হতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে সপ্তাহে দুই তিন দিন করে মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি পাওয়া গেলে সেসব বই বাতিল করে দেয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী মাতুয়াইলের মৌসুমী প্রেস, জনতা প্লেস ও প্রমা প্রেস পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


কেমন থাকবে আজকের আবহাওয়া

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন কাতারের আমির

নাবিকদের নিয়ে আমিরাতের বন্দরে এমভি আবদুল্লাহ

শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তপ্ত চুয়েট, বাসে আগুন

বেনজীর আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

তীব্র তাপদাহে করণীয়

পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!

ট্রেনে ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণে দিতে হবে বাড়তি ভাড়া

এবার এডিসের লার্ভা পেলেই জেল-জরিমানা: মেয়র আতিক

যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় হলে বিশ্ব রক্ষা পেতো

তাপমাত্রা সামান্য কমে ফের বাড়তে পারে

বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হচ্ছে ৬ চুক্তি-সমঝোতা