রুশ কমান্ডারদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন পুতিন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দাবি করেছেন, ইউক্রেনে কিভাবে অভিযান পরিচালনা করা হবে সেটি নিয়ে বিভক্ত হয়ে পরেছে রাশিয়ার সেনাবাহিনী। গোয়েন্দাদের একটি সূত্র দাবি করেছে, ইউক্রেনের অভিযান নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে নির্দেশনা দিচ্ছেন। এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে রাশিয়ার সেনাবাহিনীর কমান্ড কতটা বিশৃঙ্খলভাবে চলছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা রুশ কমান্ডারদের ফোন কলে আঁড়ি পেতে দেখেছেন, সিদ্ধান্ত নেওয়া নিয়ে এক কমান্ডার আরেক কমান্ডারের সঙ্গে তর্ক করছেন।
তাছাড়া মস্কো থেকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে পরিবারের সদস্য ও বন্ধুদের কাছে নিজেদের অভিযোগের কথা জানাচ্ছেন সেনারা।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন, বর্তমানে রুশ কমান্ডাররা দ্বিধা দ্বন্দ্ধে আছেন তারা কি রক্ষণাত্মক অবস্থান নেবেন নাকি আক্রমণাত্মক অবস্থান নেবেন।
এদিকে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির নতুন একটি ডিক্রি জারি করেন। এই ডিক্রি অনুযায়ী ইউক্রেনে আরও তিন লাখ সেনাকে পাঠানো হবে।
রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, পুতিনের এ সিদ্ধান্তের কারণে ঘুরে যাবে যুদ্ধের মোড়।
তবে পশ্চিমারা বলছে, নতুন সেনা পাঠানোর প্রভাব পরতে কয়েক মাস সময় লাগবে। তাছাড়া সব সেনাকে দেওয়ার মতো পর্যাপ্ত অস্ত্রও রাশিয়ার কাছে নেই।
সূত্র: সিএনএন