সাবিনা-সানজিদা-কৃষ্ণারা এখন শত কিশোরীর রোল মডেল

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৬ আশ্বিন ১৪২৯

অনলাইন ডেস্ক : স্বপ্ন রঙিন করে বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের মেয়েরা এখন দক্ষিণ এশিয়ার সেরা। দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ জিতেছে শ্রেষ্ঠত্বের মুকুট। 

সাবিনা, কৃষ্ণা, শামসুন্নাহাররা যখন শিরোপা জিতেছেন, তখন ৮১৩ কিলোমিটার দূরে দেশে থাকা একঝাঁক কিশোরী হয়তো বলে উঠেন, ‘আমিই হবো সাবিনা।’, ‘আমি-ই কৃষ্ণা।’ হিমালয় কন্যার দেশে ফুটবল পায়ে শেকল ভাঙার সেই আলোকবর্তিকারাই এখন শত কিশোরীর রোল মডেল। তাদের বরণ করে নিতে বিমানবন্দরে হাজির হওয়া বিকেএসপির একঝাঁক তরুণী সেই গল্প শোনালেন।  

সুমাইয়া সুলতানা বিথী বলেছেন, ‘ফুটবলের বড় আপুরা সাফ চ্যাম্পিয়ন হয়েছে আমরা বিকেএসপির পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানোর জন্য এসেছি। এখানে ফুটবল, আর্চারি, জুড়ো, অ্যাথলেটিকস সব স্পোর্টসের খেলোয়াড়রা আছেন। আপুদের এই জয় আমাদের জন্য অনুপ্রেরণা জুগাবে। আমরাও যেন এরকম সাফল্য অর্জন করতে পারি, আমাদেরকেও যেন এরকম সংবর্ধনা জানানোর জন্য আসে। তাদের ভালোবাসা যেন আমরাও পাই সেজন্য আমরাও চেষ্টা করে যাবো।’ 

সাদিয়া নুসরাত বিকেএসপিতে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছেন। তার আনন্দটা অন্যদের চেয়ে দ্বিগুণ, ‘আমি ফুটবলার বলেই আনন্দটা আরও বেশি। আপুদের দেখে বড় কিছু পাওয়ার অনুভূতি, ইচ্ছাশক্তি আরও বাড়ছে...আপুরা যেহেতু এই প্রজন্মকে ভালো কিছু দিয়েছে, আমরাও যেন তাদের দেখানো পথে হাঁটতে পারি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারি। অনেক ভালো কিছু পারি।’

‘আপুরা এখন আমাদের রোল মডেল হিসেবে কাজ করছে আমি মনে করি। আমার সামনে উনারাই আদর্শ। উনাদের অনুকরণ, অনুসরণ করে আমরা সামনে ভালো কিছু করবো।’- বলতেই থাকেন সাদিয়া।  

জুডুর খেলোয়াড় মোসাম্মত সোনিয়া বলেছেন, ‘আপুদের অভিনন্দন জানাতে এসেছি। তারাও আমাদের মতো বিকেএসপির ছাত্রী ছিলেন। আমরাও বিকেএসপির। তাদের বরণ করে নিতে, সাক্ষাৎ করতেই আমাদের এখানে আসা।’
  
প্রায় একই সময়ে হজ্জ্ব করে দেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। মেয়েদের অভিনন্দন জানিয়ে তাসকিন বলেছেন, ‘অনেক বড় পাওয়া আসলে এটা। অনেক খুশির বিষয়। সামনে ওরা আরো ভালো খেলবে।’

Share This Article