১৫ দিনে দেশে এলো ১০০ কোটি ডলার রেমিট্যান্স

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১১, সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৪ আশ্বিন ১৪২৯

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার কোটি টাকা। রেমিট্যান্সের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এ মাসের পুরো সময়ে আয়ের পরিমাণ ২২ হাজার কোটি টাকা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ১৫ দিনে দেশে মোট রেমিট্যান্সের পরিমাণ ১০০ কোটি ৮৬ লাখ ডলার। প্রতি ডলার ১০৮ টাকা হারে হিসাব করলে টাকায় এর পরিমাণ হয় প্রায় ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

দেশে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ লাখ মার্কিন ডলার ও একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।

এর আগে জুলাই-আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল চার বিলিয়ন ডলারেরও বেশি। আগস্টে এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার এবং জুলাইতে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ বা ২ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article