ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১৭, সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৪ আশ্বিন ১৪২৯

ফরিদপুরের মধুখালী উপজেলায় যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. সরোয়ার সেককে (৩০) ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়া উল্লেখিত আসামীকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন। 

এ মামলায় শাশুড়ী ছাহেরা বেগম (৫৫) এবং মামা ওলিয়ার সেক (৬০) ও ওবায়দুল সেককে (৪৪) বেকসুর খালাস দেওয়া হয়। জানা যায়, ২০১৭ সালে ৬ জুলাই স্ত্রী ফরিদা বেগম (১৯) স্বামী সরোয়ার সেক ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবীতে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুঁলিয়ে রাখে।

পরে এঘটনা সংশ্লিষ্ট থানায় একটি এজাহার দায়ের করা হয়। পরে ঘটনার সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালত স্বামীকে ফাঁসির রায় দেন।

এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।এদিকে, এর সাথে জড়িত প্রমাণ না হওয়ায় শ্বাশুড়ি ছাহেরা বেগম এবং মামা ওলিয়ার সেক ও ওবায়দুল সেককে বেকসুর খালাস দেয় আদালত।

Share This Article