কৌতুক অভিনেতা রনির জন্য দোয়া চাইলেন স্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩৪, রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩ আশ্বিন ১৪২৯

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী রুমানা রশীদ সম্পা।

 

আজ রোববার দুপুরে রনি ও পুলিশ কনস্টেবল মো. জিল্লুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন।

রুমানা রশীদ সম্পা বলেন, ‘চিকিৎসাসেবা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। চিকিৎসকদের আন্তরিকতায় আমরা খুবই সন্তুষ্ট। উনারা (মেডিকেল বোর্ড) যা ভালো মনে করবেন আমরা সেটাই করবো।

এর আগে রনির সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার মা বিনা বেগম। শনিবার দুপুরে রনির গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামে গণমাধ্যমকর্মীদের সামনে ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, ‘আমরা এশিয়ার মধ্যে উন্নত একটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এসেছি। এখানে অতীতে আমরা যে চিকিৎসা দেখেছি তা যথেষ্ট নির্ভরযোগ্য। চিকিৎসকদের পরামর্শ আমরা অক্ষরে অক্ষরে অনুসরণ করবো এবং তাদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা দেবো।’

গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ছাড়া আরও চারজন দগ্ধ হন। তাদের মধ্যে রনিসহ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন।

Share This Article