এবার ঘুসের টাকা ফেরত দিলেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:২৫, শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ২৬ ভাদ্র ১৪২৯

ঘুসের এক লাখ টাকা ফেরত দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন।

ঘুস গ্রহণের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সালিশি বৈঠক শেষে অভিযোগকারীকে টাকা ফেরত দেন তিনি। এ ঘটনায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কক্সবাজারের সদস্য পরিচয়ধারী রিদুয়ানকে পুলিশের হাতে তুলে দিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর রামুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরিমাপে তেল কম দেওয়ায় সেদিন রামু চৌমুহনীর নাহার ফিলিং স্টেশনকে প্রথমে ৪ লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন। এত টাকা জরিমানা দিতে অপরাগতা প্রকাশ করায় ফিলিং স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়।

পরে ক্যাব কক্সবাজারের সদস্য পরিচয় দিয়ে রিদুয়ান ওই ফিলিং স্টেশনে গিয়ে ঘুস দাবি করে। এরপর রিদুয়ানের সঙ্গে ঘুসের বিনিময়ে রফাদফা করে নাহার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। ওইদিন সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক ইমরান হোসাইন আবারও নাহার ফিলিং স্টেশনে যান। আগের জরিমানার স্থলে নতুন ২০ হাজার টাকা জরিমানা স্লিপ দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করে স্টেশনের সিলগালা তুলে নেন।

বিষয়টি ফিলিং স্টেশন কর্মীরা মালিককে (আমেরিকা প্রবাসী এজাজুল ওমর চৌধুরী প্রকাশ) জানান। তার পরামর্শ মতে ফিলিং স্টেশন ম্যানেজার কক্সবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে উভয়পক্ষকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশি বৈঠক হয়। বৈঠক শেষে ঘুসের ১ লাখ টাকা ফেরত দেন ইমরান হোসাইন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান বলেন, রিদুয়ানের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক ইমরান হোসাইনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সুপারিশ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ইমরান হোসেনের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলে রিসিভ না করে তিনি কেটে দেন।

Share This Article


ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ড শেষে কারাগারে

রাজধানীতে দলনেতাসহ 'কিশোর গ্যাং'র ৩৭ সদস্য গ্রেপ্তার

স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের রহস্যজনক মৃত্যু

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় ঢাবি শিক্ষার্থী আটক

খাগড়াছড়িতে বাইক থামিয়ে আরোহীকে গুলি

রোহিঙ্গা থেকে বাংলাদেশি হতে খরচ ত্রিশ হাজার টাকা

বিপুল দেশীয় অস্ত্রসহ মোহাম্মদপুরের ৩৯ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

ফেসবুকে নারী সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

‘দুবাইয়ের পণ্য’ তৈরি হচ্ছে মুন্সীগঞ্জে, বিক্রি সারাদেশে

অপহরণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হলেও গ্রেফতারে পিছপা হয়নি প্রশাসন

চায়ের দোকানে ২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা