প্রথম স্ত্রীর পর দ্বিতীয় স্ত্রীরও ‘আত্মহত্যা’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:১২, বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ২৩ ভাদ্র ১৪২৯

মেহেরপুরে পারিবারিক কলহের জেরে ২০ বছর আগে বিষপান করে আত্মহত্যা করেছিলেন ইসমাইল হোসেনের প্রথম স্ত্রী। এবার একই কারণে দ্বিতীয় স্ত্রী শাহিনুর খাতুনও (৫০) বিষপানে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহিনুর খাতুন মুজিবনগর উপজেলার ইসমাইল হোসেনের দ্বিতীয় স্ত্রী।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর সকালে স্বামীর সঙ্গে ঝগড়া করে শাহিনুর খাতুন বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানেও তার অবস্থার অবনতি হলে নেওয়া হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে গতকাল বাড়ি ফিরে আসেন। কিন্তু বিকেলে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে ইসমাইলের প্রথম স্ত্রীও তার তিন সন্তান ফেলে বিষপানে আত্মহত্যা করেছিলেন। এর পর তিনি শাহিনুর দ্বিতীয় বিয়ে করেন। শাহিনুরেরও তিনটি সন্তান রয়েছে। স্বামী ইসমাইল হোসেনের সঙ্গে ঝগড়ার জের ধরে তিনিও বিষপান করে আত্মহত্যা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়ঃ হত্যা

Share This Article


ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ড শেষে কারাগারে

রাজধানীতে দলনেতাসহ 'কিশোর গ্যাং'র ৩৭ সদস্য গ্রেপ্তার

স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের রহস্যজনক মৃত্যু

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় ঢাবি শিক্ষার্থী আটক

খাগড়াছড়িতে বাইক থামিয়ে আরোহীকে গুলি

রোহিঙ্গা থেকে বাংলাদেশি হতে খরচ ত্রিশ হাজার টাকা

বিপুল দেশীয় অস্ত্রসহ মোহাম্মদপুরের ৩৯ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

ফেসবুকে নারী সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

‘দুবাইয়ের পণ্য’ তৈরি হচ্ছে মুন্সীগঞ্জে, বিক্রি সারাদেশে

অপহরণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হলেও গ্রেফতারে পিছপা হয়নি প্রশাসন

চায়ের দোকানে ২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা