রাতে সপরিবারে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৬, সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ২১ ভাদ্র ১৪২৯

এশিয়া কাপে দুই ম্যাচ খেলে শুন্য হাতে গত শনিবার দেশে ফিরে টাইগাররা। দলের সদস্যরা এখন এক সপ্তাহের ছুটিতে। এই সুযোগ কাজে লাগাতে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাতে আজ সোমবার রাত সাড়ে ১০টায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেখান থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন তিনি। সেখানে খেলতে বিসিবির অনাপত্তিপত্র এরই মধ্যে হাতে পেয়েছেন সাকিব।

 

এক সপ্তাহ’র বিশ্রাম শেষে আবারও মাঠে নামবে টাইগাররা। এরপর শুরু হবে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি। সে সময়টিতে অবশ্য দলের সঙ্গে থাকবেন না সাকিব। এবারের সিপিএলে সাকিবের নতুন দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এর আগে আসরগুলোতে বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলেছেন বার্বাডোজ ও জ্যামাইকার হয়ে।

সিপিএলে ব্যস্ত থাকার কারণে আগামী ১২ সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হওয়া বিসিবির টেকনিক্যাল উপদেষ্টা শ্রীধরন শ্রীরামের অধীনে ব্যাটারদের ক্যাম্পে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। চলতি মাসের শেষ দিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। সাকিব সেখানেই হাজির হবেন।

বিষয়ঃ তারকা

Share This Article