হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চীনকে হারালো বাংলাদেশ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১৫, রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১৩ ভাদ্র ১৪২৯

চীনকে ১৩তে রেখে জয়সূচক পয়েন্টটি নেওয়ার পরই কাবাডি কোর্টে বাংলাদেশি খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের উচ্ছ্বাস। 

বাহরাইনের রিফাফা ইনডোর স্টেডিয়ামে গ্যালারিতে বসে যে কয়জন প্রবাসী বাংলাদেশি জাতীয় পতাকা হাতে দলকে উৎসাহ দিয়ে গেছেন খেলোয়াড়রা ছুটে যান তাদের সামনে।

কারণ, অনূর্ধ্ব-২০ এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে এই ম্যাচটি জিততে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে আলীপোর আরজীর দলকে।

চীনের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচের প্রথম দুই সেট জিতে নিয়েছিল বাংলাদেশ। প্রথম সেট জিতেছিল ৩২-৩০ পয়েন্টে এবং দ্বিতীয় সেট জিতেছিল ২৫-১৯ পয়েন্টে। এরপর ছন্দপতন। পরপর দুই সেট জিতে যায় চীন। তৃতীয় সেট জেতে চীন ২৫-২৩ পয়েন্টে এবং চতুর্থ সেট ২৫-২২ পয়েন্টে।

দুই দল দুটি করে সেট জেতায় ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। এই সেটও ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এক পর্যায় ১৩-১৩ পয়েন্টে থাকায় ম্যাচ হয়ে যায় ফিফটি ফিফটি। এরপর বাংলাদেশ দুটি পয়েন্ট নিয়ে ১৫-১৩ ব্যবধানে পঞ্চম সেট জিতে নেয়। ৩-২ সেটে চীনকে হারিয়ে বাংলাদেশ হয় টুর্নামেন্টে পঞ্চম। বাংলাদেশ এর আগে সেমিফাইনালে কোরিয়ার কাছে হারলে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়।

Share This Article


বাংলাদেশ আইসিআইসি'র এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত

সানিয়ার ইফতার পার্টিতেও নেই শোয়েব মালিক

কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়

দিয়া-রুবেলের হাত ধরে এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ

পূরণ হলো না চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, কাঁদলেন সানিয়া মির্জা

২০২২ সালে যেসব কিংবদন্তীদের হারাল ক্রীড়া জগত

ভলিবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভলিবলে বাংলাদেশের বড় জয়

২০২৪ অলিম্পিক থেকে রাশিয়াকে বাদ দেওয়ার আহ্বান জেলেনস্কির

জাতীয় ভারোত্তোলন : নতুন ২১ জাতীয় রেকর্ড

কোহলি-যাদবের ব্যাটে সিরিজ ভারতের

রাতে সপরিবারে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান