সিঙ্গাপুরে সাগরে পড়া বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩০, বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১০ ভাদ্র ১৪২৯

সিঙ্গাপরে তুয়াসের কেপেল শিপইয়ার্ডে ক্রেন ভেঙে সাগরে পড়ে যাওয়া ৩৮ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের লাশ বুধবার সকালে পাওয়া গেছে।

কেপেল শিপইয়ার্ডের একজন মুখপাত্র বলেছেন, ‘কেপেল শিপইয়ার্ড প্রতিটি শ্রমিকের নিরাপত্তা এবং জীবনকে মূল্য দেয় এবং আমরা এ দুঃখজনক ঘটনার জন্য গভীরভাবে মর্মাহত। তদন্ত এবং পর্যালোচনা করার জন্য আমরা কর্তৃপক্ষের সাথে আন্তরিকভাবে কাজ করছি’। দুর্ঘটনার জন্য শ্রমিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মুখপাত্র বলেন, ’কেপেল শিপইয়ার্ড তাদের সম্পূর্ণ সহায়তা প্রদান করছে’।
 

সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (এসসিডিএফ) বুধবার জানায়, তারা সে শ্রমিকের লাশ উদ্ধার করেছে, যাকে একজন এসসিডিএফ প্যারামেডিক ঘটনাস্থলে মৃত ঘোষণা করেছিলেন।
গত মঙ্গলবার জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) এক বিবৃতিতে জানায়, ‘সোমবার জাহাজের জেটি বরাবর একটি ক্রেন ছিলো, এটি পাশের একটি জাহাজের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটে। কংক্রিটের যে অংশে জেটিটি দাঁড়িয়ে ছিল সেটি ভেঙে পড়ে এবং এর ফলে ক্রেনটি আংশিকভাবে পানির নিচে ডুবে গেছে’।
 

ধসের পর কুমারান মেরিনে নিযুক্ত শ্রমিকের অনুসন্ধান অভিযান শুরু হয়। দুই বাংলাদেশি, এক চীনা এবং এক সিঙ্গাপুরের সহ আরো ৪ নাগরিক আহত হয়েছে। তাবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।
জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) জানায়, এটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং জেটির সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে। 

সূত্র : ইয়াহু নিউজ।

 

Share This Article


স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে এক মাস আন্দোলন বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের

ভুটানের পথে রাজা জিগমে

অ্যানেস্থেসিয়ার ওষুধ পরিবর্তনের নির্দেশ স্বাস্থ্যের

বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে ভারতে, বেড়েছে আরবে

আইপিইউর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

দুর্নীতি করব না, প্রশ্রয়ও দেব না: দীন মোহাম্মদ

ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে আগামীকাল

কাতারের আমিরের বাংলাদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

তালাকের হার গ্রামে বেশি, বড় কারণ পরকীয়া

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের স্বারক পুরস্কারকে কেন ইউনেস্কোর বলে চালালেন ইউনুস?

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ