রোগীর ধৈর্য এনে দিতে পারে জান্নাত

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪৪, রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৬ ভাদ্র ১৪২৯

রোগে আক্রান্ত ব্যক্তি ধৈর্য ধরলে জান্নাত পেতে পারেন বলে হাদিসে উল্লেখ রয়েছে। রোগাক্রান্ত হলে কী করতে হবে, সেটাও বলে গেছেন রাসূল (সা.)।

আতা ইবনে রাবাহ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে ইনুল আব্বাস (রা.) বলেছেন, আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাব না? আমি বললাম হ্যাঁ। তিনি বলেন, এই কালো নারী (ইঙ্গিত করে দেখালেন) রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে বলল, আমি মৃগী রোগে ভুগছি এবং তাতে আমার শরীর বিবস্ত্র হয়ে যায়। আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। তিনি বলেন, যদি তুমি চাও ধৈর্য ধরতে পারো, এতে তুমি জান্নাত লাভ করবে। আর যদি চাও তাহলে আমি তোমার আরোগ্যের জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করি। সে বলল, আমি ধৈর্য ধরব। কিন্তু আমার শরীর যে বিবস্ত্র হয়ে যায় সেজন্য আল্লাহর কাছে দোয়া করুন, যাতে বিবস্ত্র না হই। তিনি তার জন্য দোয়া করলেন। (বুখারি ও মুসলিম)

Share This Article