জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধিতে কৃষকের লাভ কিছুটা কম হবে; কৃষিমন্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২১, সোমবার, ৮ আগস্ট, ২০২২, ২৪ শ্রাবণ ১৪২৯

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধি কৃষি উৎপাদনে প্রভাব ফেলবে না। তবে কৃষকের লাভ কিছুটা কম হলেও সামনে বোরো আবাদে কৃষকদের প্রণোদনার বিষয়টি বিবেচনা করা হবে। 

বৈশ্বিক সংকটের কারণেই এখন আমাদের সাবধান হতে হচ্ছে। তবে সাশ্রয়ী হলে এ সংকট সহজে মোকাবেলা করতে পারব। গতকাল কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বিদ্যমান শস্য বিন্যাসের তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতগুলোর উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
 

কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই তেলের দাম কমে যাবে। তখন আমরা আবার তেলের দাম কমিয়ে নেব। কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান, ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার সিইও ড. রফিকুল ইসলাম প্রমুখ।

 

Share This Article