আন্তর্জাতিক ম্যাচে প্রথম বাংলাদেশি নারী রেফারি

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর ২০ ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্গার ম্যাচ পরিচালনার মাধ্যমে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে রেফারির দায়িত্ব পালন করলেন রাঙামাটির মেয়ে জয়া চাকমা।
এর আগে ২৩ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরীক্ষা দেন জয়া। পরে সেই রিপোর্ট হাতে পায় ফিফা। এরপর আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)ই-মেইল পাঠায় তারা।
স্বভাবতই এমন সুখবর পেয়ে উচ্ছ্বসিত জয়া। তিনি বলেন,এতদিন ধরে যে কষ্ট করেছি, এর স্বীকৃতি পেয়েছি। এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। নির্ভুলভাবে ম্যাচ পরিচালনা করাই আমার একমাত্র লক্ষ্য।
প্রসঙ্গত, খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ ২০১০ সালে রেফারিংয়ে মনোনিবেশ করেন জয়া। এর আগে লেভেল ৩, ২ ও ১ কোর্স সম্পন্ন করে জাতীয় পর্যায়ের রেফারি হন তিনি। বর্তমানে বিকেএসপির নারী ফুটবলের কোচ হিসেবে কাজ করছেন মেধাবী ও বিচক্ষণ ক্রীড়া ব্যক্তিত্ব।