চীনে ফ্লাইওভার ধসে নিহত ৪

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:২৭, সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৫ পৌষ ১৪২৮

চীনের হুবেই প্রদেশে একটি ফ্লাইওভারের অংশ ধসে পড়ে চারজন নিহত ও আটজন আহত  হয়েছেন।

১৮ ডিসেম্বর প্রদেশটির ইজো শহরে দুটি এক্সপ্রেসওয়েকে সংযোগকারী ফ্লাইওভারটির ৫০০ মিটার লম্বা একটি অংশ ধসে পড়ে। খবর রয়টার্সের

এতে ফ্লাইওভারের ওই অংশে থাকা তিনটি ট্রাক নিচে পড়ে যায় আর নিচে থাকা একটি গাড়ি চাপা পড়ে। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনা তদন্তে সেখানে সেতু বিশেষজ্ঞদের পাঠায় চীনের পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি স্থানীয় পরিবহন বিভাগকে পরিস্থিতি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে।

ধসে পড়া সংযোগকারী ফ্লাইওভারটি ৭৩১ দশমিক ৮ মিটার লম্বা ও ১৩ মিটার চওড়া ছিল। এটি সাংহাই-চংছিং এক্সপ্রেসওয়ে ও দাচিং-গুয়াংঝৌ এক্সপ্রেসওয়েকে সংযুক্ত করেছিল। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ফ্লাইওভারটিতে যান চলাচল শুরু হয়েছিল।

Share This Article