নির্বাচনে সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে : সিইসি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০৭, রবিবার, ১৭ জুলাই, ২০২২, ২ শ্রাবণ ১৪২৯

নির্বাচন কমিশন (ইসি) সহিংসতা বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদেরও দায়িত্ব নিতে হবে। কারণ খেলোয়াড় কিন্তু আপনারা। আপনারা মাঠে খেলবেন, আমরা রেফারি।’

রবিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘সব দল সহযোগিতা না করলে আমরা সেখানে ব্যর্থ হয়ে যাব।’

বৈঠকে ইভিএম নিয়ে সংশয় থেকেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিইসি। তিনি বলেন, ‘আমরা সত্যি উদ্বিগ্ন হচ্ছি। কেন্দ্রে কেন্দ্রে অনিয়ম, সহিংসতা, ব্যালট পেপার ছিনতাই হলে প্রতিরোধ কতটা সম্ভব হবে। তাই ইভিএম সম্পর্কে বিভ্রান্তি-সংশয় থেকেই যাচ্ছে।’

সিইসি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা জাতীয় নেতারা ইতিবাচক মনোভাব নিয়ে নিবিড়ভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা ও মতৈক্য হয়ে বিতর্কিত বিষয়গুলোর নিরসন করে আগামী সাধারণ নির্বাচনের জন্য অনকূল পরিবেশ ও সমতল ভিত্তি সৃষ্টি করবেন।’

রবিবার (১৭ জুলাই) থেকে শুরু হওয়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Share This Article