অনুদান পেলেন শাকিব-অপু

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪১, বুধবার, ১৫ জুন, ২০২২, ১ আষাঢ় ১৪২৯

সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে সরকারি অনুদান পেয়েছেন। আলাদাভাবে তাদের প্রযোজক হিসেবে সিনেমা নির্মাণের জন্য এই অনুদান দেওয়া হয়েছে।

‘লালা শাড়ি’ সিনেমার জন্য অপু বিশ্বাস পাচ্ছেন ৬৫ লাখ টাকা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। আর শাকিব খান ‘মায়া’র জন্য একই পরিমাণ অর্থ অনুদান পাচ্ছেন। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ।

আজ বুধবার তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এবার ৬০, ৬৫, ৭০ ও ৭৫ লাখ করে মোট ১৯ জনকে সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে।

২০২১-২২ অর্থ বছরের জন্য ১৯টি সিনেমার মধ্যে ১০টি অনুদান হিসেবে পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি ৬৫ লাখ টাকা ও ৪টি ৭০ লাখ টাকা পাচ্ছে। এবার সর্বোচ্চ ৭৫ লাখ পাচ্ছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এবার মোট ১১ কোটি ৫২ লাখ টাকা বিনিয়োগ করেছে সরকার তাও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এক নজরে দেখে নেওয়া যাক অনুদান পাওয়া সিনেমাগুলোর তালিকা-

‘জয় বাংলার ধ্বনি’, প্রযোজক ও পরিচালক মো. খোরশেদুল আলম খন্দকার (খ.ম. খুরশীদ), ৬০ লাখ টাকা।

‘একাত্তর-করতলে ছিন্নমাথা’, প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়া (রাসেল), ৬০ লাখ টাকা।

‘যুদ্ধজীবন’, প্রযোজক ও পরিচালক রিফাত মোস্তফা, ৬৫ লাখ টাকা।

‘যাপিত জীবন’, প্রযোজক ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ৬০ লাখ টাকা।

‘বনলতা সেন’, প্রযোজক ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, ৭০ লাখ টাকা।

‘অত:পর রোকেয়া’, প্রযোজক ও পরিচালক মিস শামীম আখতার, ৬০ লাখ টাকা।

‘১৯৬৯’, প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী ও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, ৭৫ লাখ টাকা।

‘বঙ্গবন্ধুর রেণু’, প্রযোজক ও পরিচালক মারুফা আক্তার পপি, ৭০ লাখ টাকা।

‘ডোডো’র গল্প’ (Story of Dodo), প্রযোজক নাজমুল হক ভুঁইয়া, পরিচালক রেজা ঘটক, ৬০ লাখ টাকা।

‘বকুল কথা’, প্রযোজক সঞ্জিত কুমার সরকার পরিচালক মাসুদ মহিউদ্দিন ও মাহমুদুল হাসান শিকদার, ৭০ লাখ টাকা।

‘আর্জি’, প্রযোজক ও পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়া, ৬০ লাখ।

‘এইতো জীবন’, প্রযোজক ও পরিচালক সৈয়দ আলী হায়দার রিজভী, ৭০ লাখ টাকা।

‘আহারেজীবন’, প্রযোজক ও পরিচালক সৈয়দ উদ্দিন আহমেদ ওরফে ছটকু আহমেদ, ৬০ লাখ।

‘অন্তরখোলা’, প্রযোজক সারা যাকের, পরিচালক রতন কুমার পাল, ৬০ লাখ টাকা।

‘ভাষার জন্য মমতাজ’, প্রযোজক ও পরিচালক সরোয়ার তমিজউদ্দিন, ৬০ লাখ।

‘লাল শাড়ি’, প্রযোজক অপু বিশ্বাস, পরিচালক বন্ধন বিশ্বাস, ৬৫ লাখ টাকা।

‘বিচারালয়’, প্রযোজক ও পরিচালক শরাফ আহমেদ জীবন, ৬৫ লাখ টাকা।

‘মায়া’, প্রযোজক শাকিব খান রানা, পরিচালক হিমেল আশরাফ, ৬৫ লাখ।

‘মুক্তির ছোট গল্প’, প্রযোজক মো. দৌলত হোসাইন, পরিচালক মাসউদ যাকারিয়া চৌধুরী ও আব্দুস সামাদ খোকন, ৬০ লাখ টাকা।

Share This Article