সীতাকুণ্ডে আগুন শোকে কাতর শোবিজ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০৫, সোমবার, ৬ জুন, ২০২২, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গত শনিবার রাত ১১টায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। উল্টো দীর্ঘ হচ্ছে লাশের সারি। মর্মান্তিক এ ঘটনায় শোকের চাদরে ঢেকে গেছে পুরো দেশ। শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়ে, শোক জানিয়ে নানা রকম পোস্ট করছেন। 
 

অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা ফেসবুকে সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের একটা ছবি দিয়ে লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন। দয়া করে তাদের সাহায্যে আসুন।’ 

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত।’ 

গীতিকবি প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘দেশ এখন সিঙ্গাপুর, জ্বলছে সীতা নিকট-দূর//কুণ্ডে করে অগ্নিস্নান, নাকে পোড়া মাংসঘ্রাণ।’ 

অভিনেত্রী অপি করিম লিখেছেন, ‘আজকের মতো অসহায় সকাল যেন আর ফিরে না আসে!’  চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘আমরা অনেক বিপদে আছি, আমাদেরকে সাহায্য করুন আল্লাহ।’ 

ঢালিউড সুপারস্টার শাকিব খান লিখেছেন, ‘চট্টগ্রামের জন্য প্রার্থনা।’ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে একটি ভিডিও নিউজ শেয়ার করে লিখেছেন, ‘কী ভয়াবহ!!!’। 

চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘রেড অ্যালার্ট! চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। আশপাশে যারা আছেন, দ্রুত সহযোগিতা করুন।’ 

অভিনেতা মীর সাব্বির লিখেছেন, ‘এখন চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের প্রার্থনা করা ছাড়া কিছুই করার নেই। ঘটনা শুনেই খারাপ লাগছে।’

ছোটপর্দার অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘সীতাকুণ্ডের জন্য প্রার্থনা- দয়া কর করুণাময়।’ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘অসংখ্য অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সব সরকারি/বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপক রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। সবাই দোয়া করুন সীতাকুণ্ড এলাকার বাসিন্দাদের জন্য।’ আরেকটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘ আমাদের অগ্নিনির্বাপক যোদ্ধাদের স্যালুট’। 

চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে, সীতাকুণ্ডে। আল্লাহ মাফ করুন।’ চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘যে কোনো দুর্ঘটনায় সর্বপ্রথম এগিয়ে যায় নিরাপত্তারক্ষা বাহিনী। ফায়ার সার্ভিসের সাহসী সৈনিকরা নিজেদের জীবন দিয়ে সীতাকুণ্ডের ভয়াবহ দুর্ঘটনার মোকাবিলা করেছেন। সঙ্গে প্রাণ হারিয়েছে আরও অনেক মানুষ। প্রতিটি মানুষের জীবন মূল্যবান। এমন পরিস্থিতি আর না ফিরে আসুক- এটাই সকলের কামনা। সীতাকুণ্ড দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আমরা শোকাহত।’

নাট্যনির্মাতা সাগর জাহান লিখেছেন, ‘দায়িত্ব পালনে জীবন দিলেন সাতজন। আমাদের রিয়েল হিরো... আমাদের ফায়ার ফাইটার্স... গভীর শ্রদ্ধা আর ভালোবাসা।’

অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘সীতাকু-ে এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তারা ওপারে ভালো থাকুন। যারা বেঁচে আছেন, তারা অতি দ্রুত সুস্থ হয়ে উঠুক। রক্ত দেওয়া থেকে শুরু করে চিকিৎসার যাবতীয় কর্মকাণ্ডে সবাই যার যার অবস্থান অনুযায়ী সাহায্য করুন।’ 

অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকু- উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকা- ও পরবর্তী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে এবং এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রার্থনা, আসুন একসঙ্গে জীবন বাঁচাতে এগিয়ে আসি।’ 

অভিনেত্রী নাবিলা ইসলাম লিখেছেন, ‘ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতাল খুলে দেওয়া হয়েছে। কিছু ডোনার ওদিকে যান। সবাই চট্টগ্রাম হাসপাতালে ভিড় করলে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হতাহতরা সংকটে পড়বে।’

 তিনি আরও লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিক্যালে প্রচুর ভিড়। কয়েক মিনিট পরপর একাধিক অ্যাম্বুলেন্স ঢুকছে। র‌্যাবের গাড়ি করেও হতাহত আসছে। ভিড়ের কারণে ঢুকতে বাধাগ্রস্ত হচ্ছে। ভিড় না বাড়িয়ে কাজ সেরে চলে যান। প্রচুর পানি লাগতেছে। হতাহতরা আগুনে পোড়ার কারণে ক্ষতস্থানে পানি ঢালা লাগতেছে, খেতেও লাগতেছে। সঙ্গে করে পানির বোতল নিয়ে আসুন। পজিটিভ গ্রুপের চেয়েও নেগেটিভ গ্রুপের রক্ত বেশি লাগতেছে। পজিটিভ গ্রুপের রক্তদাতারা বেশিক্ষণ থেকে ভিড় বাড়ানোর দরকার নেই। ব্যাথানাশক প্যাথেডিন লাগতেছে বেশি বেশি। যারা যাইতেছেন, তারা পারলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দিয়ে চলে এলেই হবে।’

Share This Article