সীতাকুণ্ড বিস্ফোরণে নিহত ৩৮, আহত ৪ শতাধিক, অনেকের হাত-পা বিচ্ছিন্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে।
অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও চার শতাধিক। হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৭ কর্মী ও পুলিশের ১০ সদস্য রয়েছেন।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাঁশখালীর মমিনুল হক (২৪), মো. মহিউদ্দীন (২৪), ভোলা জেলার হাবিবুর রহমান (২৬) ও বাঁশখালীর রবিউল আলম (১৯)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫জুন) সকাল সাড়ে ৯টার পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কখন আগুন নিয়ন্ত্রণে আসবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ কর্মী মারা গেছেন বলেও জানান তিনি।