পূর্বাঞ্চলের রণক্ষেত্রে রুশদের বিরুদ্ধে সাফল্য দাবি ইউক্রেনের

ইউক্রেন দাবি করছে, লুহানস্ক অঞ্চলের যে শহরটি ঘিরে গত কয়েক দিন ধরে তীব্র লড়াই চলছে, সেখানে রুশ বাহিনীর কাছ থেকে তারা কিছু এলাকা পুনর্দখল করেছে।
ইউক্রেন যাতে সেখানে বাড়তি সৈন্য এবং রসদ পাঠাতে না পারে, সেজন্যে রুশ বাহিনী সেভেরোদোনেৎস্ক শহরের পশ্চিমে একটি নদীর ওপর সেতুগুলো ধ্বংস করে দিচ্ছে বলেও জানিয়েছেন একজন ইউক্রেনীয় কর্মকর্তা।
এদিকে রাশিয়া দাবি করছে, তারা অস্ত্র এবং গোলাবারুদ-বাহী একটি একটি ইউক্রেনীয় বিমান ভূপাতিত করেছে।
সেভেরোদোনেৎস্কের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই চলছে গত কিছুদিন ধরে। এর আগের খবরে বলা হচ্ছিল, শহরটির প্রায় ৭০ শতাংশই রুশরা দখল করে নিয়েছিল। ইউক্রেনীয় সৈন্যরা সেখান থেকে পিছু হটতে পারে, এমন ইঙ্গিতও দেয়া হচ্ছিল।
কিন্তু ইউক্রেনের লুহানস্ক প্রদেশের গভর্নর এখন দাবি করছেন, রুশদের বিরুদ্ধে লড়াই করে তারা এখন শহরটির এক পঞ্চমাংশ পুনর্দখল করেছেন।
গভর্নর সেরহি হাইদাই বলছেন, সেখানে যাতে আরও ইউক্রেনীয় সৈন্য এবং রসদ পাঠানো না যায়, সেজন্যে রুশরা সেভেরোদোনেৎস্কের পশ্চিমে একটি নদীর ওপর ব্রিজগুলো উড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, ইউক্রেন সেখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে, তাতে রুশরা ভীত। বিবিসি