সীতাকুণ্ডের বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু, ৩ ফায়ার কর্মী নিখোঁজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, এ ঘটনায় ৪ শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪০-৫০ জনের অবস্থা গুরুতর। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের তিন কর্মীর খোঁজ মিলছেনা। এ ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২১ কর্মী আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে উঠে। এছাড়া আশপাশের অনেক বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে যায়।
রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনায় দুজনের মৃত্যু কথা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত। এর ঘণ্টাখানেক পরে আরও দুজনের মৃত্যুর খবর দেন মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম। ধীরে ধীরে বাড়ে মৃতের সংখ্যা।
সীতাকুণ্ড থানার পুলিশ জানিয়েছে, পুলিশের এক কনস্টেবলের পা বিচ্ছিন্ন হওয়াসহ থানার অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এক এসআই এবং শিল্প পুলিশের একাধিক সদস্য।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টে শনিবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখানে কেমিক্যাল কন্টেইনার রয়েছে।