টেসলার ১০ শতাংশ কর্মীর ছাঁটাই চান ইলোন মাস্ক

সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি নিয়ে বারবার সতর্ক করে আসছিলেন ইলোন মাস্ক। এবার এমন পরিস্থিতির প্রস্তুতি হিসেবে টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ইচ্ছা পোষণ করেছেন তিনি। মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটির নির্বাহীদের কাছে এক ই-মেইল বার্তায় এ কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী। খবর রয়টার্স।
‘পজ অল হায়ারিং ওয়ার্ল্ড ওয়াইড’ শিরোনামের এ বার্তা বৃহস্পতিবার নির্বাহীদের কাছে পাঠিয়েছেন ইলোন মাস্ক। এর দুদিন আগেই টেসলার কর্মীদের অফিসে ফিরে কাজ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই বার্তায় তিনি বলেছেন, টেসলার প্রত্যেক কর্মীকে সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা অফিসে ব্যয় করতে হবে। আপনি উপস্থিত না থাকলে আমরা ধরে নেব আপনি চাকরি ছেড়ে দিয়েছেন।
কর্মী ছাঁটাইয়ের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাত্ক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি টেসলা। ২০২১ সালের শেষ দিকে টেসলা ও এর সহযোগী সংস্থাগুলোয় প্রায় এক লাখ কর্মী নিযুক্ত ছিলেন। এ খবরের পর গতকাল মার্কিন পুঁজিবাজারে টেসলার শেয়ারদরে ৩ শতাংশ পতন হয়।
কয়েক সপ্তাহ ধরেই মন্দার ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছিলেন টেসলার প্রধান নির্বাহী। তবে এবার তিনি সরাসরি কর্মী ছাঁটাইয়ের কথা বললেন। এখন পর্যন্ত টেসলার গাড়ির শক্তিশালী চাহিদা রয়েছে। যদিও কভিডজনিত লকডাউন শেষে সংস্থাটি সাংহাইয়ের কারখানায় উৎপাদন শুরু করতে হিমশিম খাচ্ছে।
ডাচ ব্যাংক আইএনজির ম্যাক্রোইকোনমিক রিসার্চের বৈশ্বিক প্রধান কার্স্টেন ব্রজেস্কি বলেন, ইলোন মাস্কের মতো অর্থনীতি নিয়ে খারাপ অনুভূতির বিষয়টি অনেক মানুষই বলছেন। তবে আমরা বৈশ্বিক মন্দার কথা বলছি না। আমরা আশা করছি, চলতি বছরের শেষ দিকে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা প্রশমিত হবে।