ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে কেউ চুপ থাকতে পারে না: ইরান
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:৫১, শনিবার, ৪ জুন, ২০২২, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর গোপন সামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে কেউ চুপ থাকতে পারে না।
এক টুইটে তিনি বলেন, জাতিসংঘে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) প্রকৃত স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশ্বাসযোগ্যতার আবারও অধঃপতনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
খাতিবজাদেহ বলেন, ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে চুপ থেকে এবং নিরপেক্ষ দাবি করে কেউ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে পারে না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আসেন।