যাত্রীবাহী বাসে তরুণীকে ধর্ষণ থেকে বাঁচাতে গিয়ে নৈশপ্রহরীর মৃত্যু
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:৪৮, শনিবার, ৪ জুন, ২০২২, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯

লক্ষ্মীপুরের রামগঞ্জে জননী পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে এক তরুণীকে দুই যুবক ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে মো. শাহজাহান (৫০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শাহজাহান রামগঞ্জ পৌরশহর বাস স্ট্যান্ডে নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি রামগঞ্জ পৌর পশ্চিম কাজীরখীল গ্রামের দেওয়ান বাড়ির মৃত নুরুজ্জামান মিয়ার ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক। এই ঘটনায় ওই বাসের চালক আজাদ হোসেনকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
গতকাল রাত ৮ টার দিকে রামগঞ্জ পৌরশহরের বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
শনিবার সকালে আজাদকে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, আজাদ মূলত বাসের হেল্পার। কিন্তু এদিন তিনি নিজেই বাসটি চালিয়েছেন।
বিষয়ঃ
ধর্ষণ