পদ্মা সেতুর টোল: আদায় হবে স্বয়ংক্রিয়ভাবে

পদ্মা সেতু পারাপারে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় করা হবে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড গাড়িতে থাকলে টোল বুথে থাকা ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেয়া হবে।
এজন্য সেতুর দুই প্রান্তে মোট ১৪টি ইলেক্ট্রনিকস টোল কালেকশন (ইটিসি) বুথ বসিয়েছে দায়িত্বপ্রাপ্ত কোরিয়ান কোম্পানি। প্রাথমিকভাবে দুই প্রান্তে দুইটিতে চালু ইটিসি রয়েছে। আর আটটি টোলপ্লাজায় ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ নগদে টোল আদায় করা হবে। তবে বাহন বাড়লে বুথও বাড়ানো হবে।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে মাত্র দুই-তিন সেকেন্ডের মধ্যে টোল আদায় হয়ে যাবে। আরএফআইডির জন্য যত নিবন্ধন বাড়বে তত বুথ ইটিসির আওতায় আসবে। ইটিসি সুবিধার জন্য যানগুলোকে আরএফআইডির নিবন্ধিত হতে হবে। তবে সাইকেল বা হেঁটে পার হওয়ার সুযোগ থাকছে না পদ্মাসেতুতে।
ডিজিটাল পেমেন্টের জন্য যানবাহনে অবশ্যই বিআরটিএ অনুমোদিত সচল আরএফআইডি ট্যাগ থাকতে হবে। মহাসড়কে চলাচলকারী যানবাহনের মালিকদের অবশ্যই ডাচ্-বাংলা ব্যাংক অথবা রকেট মোবাইল ব্যাংকিংয়ে হিসাব থাকতে হবে।
রকেট অ্যাকাউন্টটি নেক্সাস-পে অ্যাপ্লিকেশনটিতে আগে নিবন্ধন করে টাকা রাখতে হবে। নিবন্ধনের পর ইলেকট্রনিক টোল দেয়া যাবে।