শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার (৪ জুন) ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ করেছে।
ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন যুবলীগের নেতাকর্মীরা।
লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। সকালে জেলা শহরের ইটেরপোল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিক্ষোভসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে তিতাস উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল করছে। বিক্ষোভ মিছিলটি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে গৌরীপুর -হোমনা সড়ক প্রদক্ষিণ করে।
শনিবার বেলা ১১টায় নরসিংধির মাধবদী শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে । মিছিল টি মাধবদী পৌরসভার সম্মুখ থেকে বের হয়ে মাধবদী পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মাধবদী বাসষ্টেন্ডে সংক্ষিপ্ত সমাবেসে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আলী হোসেন শিশির সি,আই,পি,।