বিশাল স্তানের জন্য বিমান থেকে নামিয়ে দেয়া হলো এই মডেলকে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৫৮, শনিবার, ৪ জুন, ২০২২, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯

সম্প্রতি নেটমাধ্যমের তারকা মডেল মেরি ম্যাগডালিন জানিয়েছেন তার চেহারা নিয়ে আপত্তি থাকায় তাকে এক বিমান থেকে নেমে যেতে বাধ্য করা হয়েছে। প্রসঙ্গত, মেরি প্লাস্টিক সার্জারির ভক্ত। তিনি বহু সার্জারি করিয়ে শরীরে নানা বদল এনেছেন। বর্তমানে তার স্তনের ওজন ১০ কেজি। 

কানাডার টরোন্টো থেকে আমেরিকার ডালাস যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন মেরি। তার পরনে ছিল স্পোর্ট ব্রা আর লেগিংস। তার দাবি, স্পোর্টস ব্রায়ে তার বৃহৎ স্তন দেখে আপত্তিকর লেগেছিলো বিমান সংস্থার। বিমান ছাড়ার আগে কেনো বিমানসেবিকার নির্দেশ না শুনে কানে হেডফোন লাগিয়ে বসেছিলেন মেরি, সেই অজুহাতে তাকে নেমে যেতে বলা হয়েছে। যদিও মেরি নিশ্চিত, তারা চেহারার কারণেই এমন সিদ্ধান্ত।

মেরি জানিয়েছেন, এই ঘটনায় তিনি খুবই অপমানিত হয়েছেন। সেই কারণেই তিনি ঠিক করেছেন, বিমান সংস্থার বিরুদ্ধে মামলা করবেন।

মেরি ইনস্টাগ্রামে ঘটনাটি জানিয়ে পোস্ট করেন। পাশাপাশি জানান, কারো চেহারার জন্য পক্ষপাত অত্যন্ত অপমানজনক। তিনি লেখেন, ‘রোগা-পাতলা ছোট স্তনের কোনও মেয়ে যদি লেগিংস আর স্পোর্টস ব্রা পরে থাকত, তা হলে তার সঙ্গে এমনটা হতো না।

তিনি জানিয়েছেন, এই ঘটনায় তিনি খুবই অপমানিত হয়েছেন। সেই কারণেই তিনি ঠিক করেছেন, বিমান সংস্থার বিরুদ্ধে মামলা করবেন। যদিও বিমান সংস্থার নাম তিনি উল্লেখ করেননি। কোনো রকম আইনি পদক্ষেপ করেছেন বলেও এখনো জানা যায়নি। 

সূত্র: আনন্দবাজার  

Share This Article


স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ

এখনো ৬০ ফিলিস্তিনি নারী ইসরায়েলের কারাগারে বন্দী

ঢাকা-৫ ও ১৪ থেকে মনোনয়ন ফরম কিনলেন সৈয়দ ইবরাহিম

বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে: ইসি রাশেদা

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে : ইসি আলমগীর

দেশের প্রকৃত জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ 

নির্বাচনে অংশগ্রহণ: দুই নেতাকে বহিষ্কার বিএনপির!

বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ

একরামুজ্জামান ও আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

জাতীয় পার্টির প্রার্থী তালিকায় নেই রওশনপন্থিরা

জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী

সাকিব আল হাসান ও সাইফুজ্জামান শিখর

সাকিবকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিলেন সাইফুজ্জামান শিখর